আপনার হাত উপুড় করে আঙুল যৌনিতে প্রবেশ করালে ৩" ভিতরে উপরের দিকে জায়গাটা। একটু খশখশে। এখানে হাল্কা মেসেজে মেয়েদের দ্রুত অর্গাজম হয়। অর্গাজমের আগে মেয়েদের যে অনুভূতি টা হয়সেটা হচ্ছে প্রস্রাবের আগের অনুভূতি। অনেক মেয়েই এটাকে তাই আলাদা করতে পারে না। মেয়েরা জি-স্পটের ফিলংস বেশীসময় সহ্য করতে পারে না। তাই এটা নিয়ে পরীক্ষা-নিরিক্ষী খুব সাবধানে করতে হবে। সঙ্গীনিকে শিখিয়ে-পড়িয়ে নেয়ার দরকার আছে। আমাদের দেশে সামাজিক কারনেই মেয়েরা এইসব বিষয়ে কিছুই জানে না। মেয়েদের শরীরের কোন কোন অংশে টাচ্ করলে, তারা কামভাব অনুভব করে, এবং সেক্স করতে আগ্রহ প্রকাশ করে। এবং প্রাথমিক পার্যায়গুলো কি কি? এটাকে শৃঙ্গার বলে। হাত ধরা দিয়ে শুরু অবশ্যই। চুমু, ঠোট, গাল, গ্রীবায় (বাংলা ছবির কাট পিস টাইপচুমু না, শৈল্পিক ভাবে)। মেয়েদের শরীরে এমন কোন সুইচ নেই যেটা টিপ দিলে তারা কাম ভাব অনুভব করবে।তবে উত্তেজিত হবার জন্য চুমু, বুকে আদর করা, সারা শরীরে চুমু দেয়া, মুখমেহনকরা ইত্যাদি দ্রুত কাজ দেয়। শুরুটা ঠোট, গাল, এবং গ্রীবা (গলা/ঘাঢ়) দিয়ে করা উচিত। মেয়েদের শরীর হচ্ছে বাদ্য যন্ত্রের মত..আস্তেআস্তে সুর তুলতে হয়। ধর তক্তা আর মার পেরেকে কাজ হবে না।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment