এফএইচএম ম্যাগাজিনের তালিকায় ২০১১ সালের সবচেয়ে আবেদনময়ী নারী নির্বাচিত হয়েছেন ‘শিলা কি জওয়ানি’খ্যাত বলিউডি অভিনেত্রী ক্যাটরিনা কাইফ। খবর ইন্দো-এশিয়ান নিউজ সার্ভিসের।
সংবাদমাধ্যমটি জানিয়েছে, এর আগে ২০০৮ ও ২০০৯ সালে এফএইচএম ম্যাগাজিনের সেরা আবেদনময়ীর এই খেতাবটি ক্যাটের ঝুলিতে থাকলেও, ২০১০ সালে এসে তকমাটি জিতে নেন আরেক বলিউডি অভিনেত্রী দীপিকা পাড়–কোন। তবে এ বছরে দীপিকাকে হটিয়ে আবারো সেরা আবেদনময়ীর তকমাটি নিজের ঝুলিতেই ভরলেন ক্যাট।
জানা গেছে, এসএমএস এবং অনলাইন ভোটিংয়ের মাধ্যমে প্রতি বছরই সেরা একশো আবেদনময়ী নারীর তালিকা তৈরি করে পুরুষদের লাইফস্টাইল বিষয়ক ম্যাগাজিন এফএইচএম। এ বছর মোট ৩৫ হাজার ভোটার অংশ নিয়েছেন সেরা আবেদনময়ী নির্বাচনের এই প্রক্রিয়ায়।
উল্লেখ্য, বিগত ১৭ বছরে এফএইচএম ম্যাগাজিনের তালিকায় বিশ্বের সবচেয়ে আবেদনময়ী নারী হিসেবে তিনবার বিজয়ী হয়েছেন কেবল ক্যাটরিনাই।
বিডিনিউজটোয়েন্টিফোরডটকম
0 মন্তব্য(সমূহ):
Post a Comment