বয়ঃসন্ধিকালে কিশোরদের মনে শারীরিক নানা পরিবর্তন ঘটে। বালকের শারীরিক পরিবর্তন সমূহ আরম্ভ হয় ১১ বছরের দিকে এবং তা ২০ বছর পর্যন্ত চলতে পারে। তবে এর বব্যতিক্রমও হতে পারে। পুরুষের এই ধরনের পরিবর্তনের মূলে রয়েছে টেস্টোস্টেরন নামক হরমোন। এই হরমোন শুক্রাশয়ের ভেতরে তৈরী হয়। এই শুক্রাশয়টি আবার অন্ডথলির অভ্যন্তরেই অবস্থান করে। টেস্টোস্টেরন হরমোনের পরিমান যত বাড়ে অন্ডথলির বর্ন ততো খয় হয়। পেনিস ও শুক্রাশয় বাড়তে শুরু করে। গলার স্বর একটু গম্ভীর ও কখনো কখনো একটু ভাঙ্গা থাকতে পারে। অনেক বালকের বুকে বোঁটার নিচে সামান্য চর্বি জমতে পারে। পর বর্তীতে তা আপনা আপনিই দুর হয়ে যায়। ইতিমধ্যে শুক্রাশয়দ্বয় শুক্রানু উৎপন্ন করা শুরু করে। এটা পরবর্তী পুরো জীবন ব্যাপী ঘটতে থাকে। শুক্রানু মূলত অবস্থান করে বীর্যে, যা কিনা এক ধরনের সাদা তরলজাতীয় রস। অধিকাংশ বালক-১২-১৫ বছরের মাঝে খুবদ্রুত বৃদ্ধি লাভ করে। ১৮ বছরের পরে সাধারণত বৃদ্ধি বন্ধ হলেও মাংশ পেশি ঠিকই বিকশিত হওয়ার সুযোগ থাকে। বয়ঃসন্ধিকাল বালকদের জন্য যৌন আনন্দ আর যৌন অনুভূতি ও কল্পনার বয়স। এই অনুভূতিগুলো সাময়িকভাবে হতে পারে। কোন কোন বালকের নিকট এটা চিন্তার ব্যাপার আবার কেউ হয়ত এটাকেই খুব উপভোগ করে।
0 মন্তব্য(সমূহ):
Post a Comment