সমকামী নারীদের লেসবিয়ান নামে অভিহিত করার বিষয়টি সবার জানা৷ কিন্তু লেসবিয়ান শব্দটির উত্পত্তি সম্প্রর্কে কি আমরা জানি? গ্রিসের প্রাচীন দ্বীপ লেসবোসের তিন অধিবাসী গত মাসে এ নামটি ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা চেয়ে আদালতের শরণাপন্ন হন৷ কিন্তু গত মঙ্গলবার দেয়া আদালতের রায় তাদের বিপক্ষে গেছে৷ প্রাচীন গ্রিক কবি সাফফোর জন্মস্থান লেসবোসের এ তিন অধিবাসীর অভিযোগ, সমকামী নারীদের লেসবিয়ান নামে চিহ্নিত করার বিষয়টি লেসবোসের অধিবাসীদের জন্য অবমাননাকর৷ তাছাড়া পৃথিবীর বিভিন্ন প্রান্তের লেসবিয়ান নারীরা এ দ্বীপে সমবেত হন৷ উলেখ্য, কবি সাফফোর ভালোবাসার অমর কবিতাগুচ্ছ লেসবিয়ান নামে প্রসিদ্ধি অর্জন করে৷ এথেন্সের আদালত রায়ে বলেন, আলোচিত শব্দটি দিয়ে কেবল লেসবোস দ্বীপের অধিবাসীদেরই চিহ্নিত করা হয় না, কাজেই গ্রিস ও পৃথিবীর অন্যত্র এ শব্দের ব্যবহার চলবে৷ সূত্র : রয়টার্স
0 মন্তব্য(সমূহ):
Post a Comment