Friday, June 17, 2011

বাইবেলে বিয়ের আগে যৌনতা/বিবাহপূর্ব যৌনতা সম্পর্কে কি বলা আছে?

প্রশ্ন: বাইবেলে বিয়ের আগে যৌনতা/বিবাহপূর্ব যৌনতা সম্পর্কে কি বলা আছে?

উত্তর: 
কোনো হিব্রু বা গ্রীক শব্দ নেই যার সাহায্যে বাইবেলে নির্দিষ্টভাবে বিয়ের আগে যৌনমূলক আচরনের বিষয়ে আলোচনা করা হয়েছে৷ বাইবেলে নিশ্চিতভাবে অশ্লীলতা এবং যৌন অবৈধতাকে নিষিদ্ধ করা হয়েছে, কিন্তু বিয়ের আগে যৌনতা কি যৌনমূলক অবৈধতাকে নির্দেশ করে? 1 কোরিন্থিয়ান্‍স 7:2 অনুসারে, “হ্যাঁ” কি স্পষ্ট উত্তর : “কিন্তু যেহেতু প্রচুর অবৈধতা রয়েছে, তাই প্রতিটি পুরুষের নিজের স্ত্রী থাকা এবং প্রতিটি নারীর নিজের স্বামী থাকা একান্ত প্রয়োজনীয়৷” এই পদ্যে, পল্ বলেছেন যে বিবাহ হল যৌন অবৈধতার “চিকিত্সা”৷ প্রথম কোরিন্থিয়ানস 7:2 প্রয়োজনীয় ভাবে বলেছে যে, যেহেতু মানুষরা নিজেদের নিয়ন্ত্রণ করতে পারে না এবং তাই তারা বিয়ের আগেই যৌন জীবন যাপন করে, তাই মানুষের বিয়ে করা উচিত৷ তখন তারা সঠিক পথে নিজেদের কামনাকে পূরণ করতে পারবে৷ 



যেহেতু 1 কোরিন্থিয়ানস 7:2 স্পষ্টভাবে বলেছে যে বিয়ের আগে যৌনতা হল যৌন অবৈধতা, বাইবেলের সকল পদ্যে যৌনমূলক অবৈধতাকে যেরকম পাপ বলা হয়েছে, সেরকমই বিয়ের আগে যৌনমূলক অবৈধতাকেও পাপ বলা হয়েছে৷ বিয়ের আগে যৌনতা বাইবেলের সংজ্ঞা অনুযায়ী যৌনমূলক অবৈধতা৷ অনেকগুলো ধর্মগ্রন্থ আছে যেখানে বিয়ের আগে যৌনতাকে পাপ হিসেবে ঘোষণা করা হয়েছে (অ্যাক্টস্ 15:20; কোরিন্থিয়ান্‍স 5:1; 6:13;18; 10:8; 2 কোরিন্থিয়ান্‍স 12:21; গ্যালাটিয়ান্‍স 5:19; এফেসিয়ান্‍স 5:3; কোলোসিয়ান্‍স 3:5; 1 থেসালোনিয়ান্‍স 4:3; জুড 7)৷ বাইবেলে বিয়ের আগে যৌনতাকে সম্পূর্ণভাবে পরিহার করা উচিত৷ স্বামী এবং স্ত্রীর মধ্যের যৌন সম্পর্ককেই একমাত্র ঈশ্বর অনুমতি দিয়েছেন (হিব্রুস্ 13:4)৷

বেশিরভাগ সময়েই আমরা যৌনতা শুধুমাত্র “আনন্দলাভ” করার দিকটাই দেখে থাকি এবং ভুলে যাই যে যৌনতার সবথেকে গুরুত্বপূর্ণ দিক হল – নতুন জীবনের সৃষ্টি৷ বিবাহের অন্তর্গত যৌনতা আনন্দদায়ক, এবং ঈশ্বরই এটাকে সেভাবে পরিকল্পনা করেছেন৷ ঈশ্বর চেয়েছেন নারী এবং পুরুষ বিবাহের বন্ধনের মধ্যে থেকে যৌন আনন্দ উপভোগ করুক৷ সলোমনের গান এবং বাইবেলের অন্যান্য অনুচ্ছেদে (প্রোভার্বস্ 5:19-এর মত) স্পষ্টভাবে যৌন আচরণের আনন্দকে বর্ণনা করা হয়েছে৷ যদিও, দম্পতিকে এটা বুঝতে হবে যে ঈশ্বরের ইচ্ছা হল এই যৌনতার মাধ্যেমেই নতুন শিশুর সৃষ্টি হোক৷ তাই যে দুজন মানুষ বিয়ের আগে যৌন আচরণে প্রবৃত্ত হয় তারা দুইভাবে ভুল কাজ করে – তারা আনন্দ লাভ করে যার জন্য অনুমতি দেওয়া হয়নি, এবং ঈশ্বর নবজাত শিশুর জন্য যে পারিবারিক কাঠামো তৈরি করেছেন তার বাইরে গিয়ে তারা একটি শিশুকে জন্ম দিতে চায়৷

যখন বাস্তবিকভাবে ভুল থেকে ঠিক নিশ্চিত করা হয়, তাই যদি বাইবেলের নির্দেশ অনুযায়ী বিবাহের পূর্বে যৌনতা থেকে বিরত থাকা যায়, তবে বহু যৌন অসুস্থতা থেকে আমরা রক্ষা পাব, অনেক গর্ভপাত কম হবে, অনেক অবিবাহিত মা এবং অযাচিত গর্ভাবস্থার আশঙ্কা কম হবে, এবং বহু শিশুরা যে পিতার অভাবে বড় হয় তা কমে যাবে৷ যখন বিয়ের আগে যৌনতার কথা আসে তখন ঈশ্বরের একমাত্র নীতি হল বিরত থাকা৷ যৌন আচরণ থেকে বিরত থাকলে তা জীবন বাঁচাতে পারে, শিশুদের নিরাপত্তা দিতে পারে, যৌন সম্পর্ককে তার সঠিক মূল্য দিতে পারে, এবং, সবচেয়ে গুরুত্বপূর্ণ হল এর মাধ্যমে ঈশ্বরকে সম্মান জানাতে পারে৷

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

নারী পুরুষের কামলিলা দুনিয়া

বাৎসায়ন কামসূত্র

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More