Saturday, June 18, 2011

বেশি বয়সীরাই যৌনতায় বেশি আগ্রহী

যৌনতার প্রতি বেশি বয়সী পুরুষদেরই আগ্রহ থাকে বেশি। তবে সুযোগের অভাবে তাদের সে মনোবাসনা পূর্ণ হয় না। অস্ট্রেলিয়ার গবেষকরা সোমবার এ তথ্য জানিয়েছেন। গবেষকরা বলেছেন, খুব বেশি বয়সী পুরুষরাই যৌনতার প্রতি সবচেয়ে বেশি আগ্রহী থাকেন। তবে শারীরিক অসুস্থতা ও সুযোগের অভাবেই তাদের সে ইচ্ছা অপূর্ণ রয়ে যায়। গবেষকরা বলেন, ৭৫ বছরের বেশি বয়সী পুরুষের যৌন চাহিদার সঙ্গে 'পুরুষ' হরমোন টেস্টোস্টেরোন-এর সুস্পষ্ট সম্পর্ক রয়েছে। হরমোন প্রতিস্থাপন থেরাপি বয়সী পুরুষদের জন্য সুবিধাজনক হবে কিনা তা দেখার জন্য চিকিৎসকদের আরো গবেষণা করা প্রয়োজন বলে জানান তারা।
ইউনিভার্সিটি অব ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার অধ্যাপক জো হিডে ও তার সহকর্মীরা ৭৫ থেকে ৯৫ বছরের ২৭ শ'র বেশি পুরুষের ওপর গবেষণা চালিয়ে এ সিদ্ধান্তে এসেছেন। 'অ্যানালস অব ইন্টারনাল মেডিসিন' সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়। গবেষণাকালে তারা ওই সব পুরুষদের কাছে স্বাস্থ্য, সম্পর্ক ও যৌনতা নিয়ে অনেক ধরনের প্রশ্ন করেন। গবেষকরা প্রতিবেদনে লেখেন, "৯০ থেকে ৯৫ বছর বয়সী পুরুষদের প্রতি পাঁচ জনে একজনের কাছে যৌনতা খুবই গুরুত্বপূর্ণ। "তাদের মধ্যে যারা যৌনতায় সক্রিয় তাদের ৪০ শতাংশেরও বেশি পুরুষ যৌন সম্পর্কের চর্চা নিয়ে অসন্তুষ্ট। তারা আরো বেশি বেশি তা করতে চায়।" গত বছর যে কোনো ধরনের যৌন সম্পর্কে লিপ্ত ছিলো বলে ৩০ শতাংশেরও বেশি পুরুষ জানালেও ৪৮ শতাংশের বেশি জানায়, যৌনতা খুবই গুরুত্বপূর্ণ। তীব্র ইচ্ছা থাকলেও সুযোগের অভাবে তা করতে পারনেনি বলে জানান তারা।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

নারী পুরুষের কামলিলা দুনিয়া

বাৎসায়ন কামসূত্র

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More