Friday, June 17, 2011

হস্তমৈথুন – এটি কি বাইবেল অনুযায়ী পাপ?

প্রশ্ন: হস্তমৈথুন – এটি কি বাইবেল অনুযায়ী পাপ?

উত্তর: 
বাইবেলে স্পষ্টভাবে কিছু বলা নেই যে হস্তমৈথুন করা বা হস্তমৈথুন না করা পাপ কিনা৷ এই ধর্মগ্রন্থের জেনেসিস্ 38:9-10-এর ওনান এর গল্পে হস্তমৈথুন সম্পর্কে নির্দেশ করা হয়েছে৷ কেউ কেউ এই অনুচ্ছেদের বর্ণনায় বলে যে মাটিতে “তোমার শুক্র ছড়ানো” পাপ৷ যদিও, অনুচ্ছেদে নির্দিষ্টকরে এটিই বলা নেই৷ ঈশ্বর ওনানকে “তার শুক্র ছড়ানো”র জন্য শাস্তি দেননি, বরং শাস্তি দিয়েছিলেন কারন ওনান তার ভাইকে উত্তরাধিকার দেওয়ার কর্তব্য পালন করেনি৷ এই অনুচ্ছেদটি হস্তমৈথুন বিষয়ে ছিল না, বরং ছিল পারিবারিক কর্তব্য পালন করার বিষয়ে৷ ম্যাথিউ 5:27-30-র দ্বিতীয় অনুচ্ছেদটি কখনো কখনো হস্তমৈথুনকে পাপ হিসেবে প্রমান করার জন্য ব্যবহৃত হয়েছে৷ যীশু কামনাজনিত চিন্তার বিরুদ্ধে মত দিয়েছেন এবং বলেছেন, “যদি তোমার ডান হাত পাপের কারন হয়, তবে তা কেটে ফেলে দাও৷” “যদিও এই অনুচ্ছেদ এবং হস্তমৈথুন সমান্তরাল, তবে এটা বোঝা যায় না যে প্রভূ যীশু এখানে পরোক্ষভাবে হস্তমৈথুনকেই উল্লেখ করতে চেয়েছেন৷” 



যেহেতু বাইবেলের কোথাও নির্দিষ্টভাবে বলা নেই যে হস্তমৈথুন পাপ, তাই এটা নিয়ে কোনো প্রশ্নই নেই যে হস্তমৈথুনের জন্য যে ক্রিয়া করা হয় তা পাপ৷ হস্তমৈথুন হল কামজনিত চিন্তার ফল, যৌঁন উত্সেচক, এবং/অথবা অশ্লীল চিত্রের প্রতিচ্ছবি৷ এই সমস্যার সাথে মোকাবিলা করা উচিত৷ যদি কামনাজনিত পাপ, অনৈতিক চিন্তা এবং অশ্লীলতা ত্যাগ করা এবং কাটিয়ে ওঠা যায়, তবে হস্তমৈথুন কোনো সমস্যাই নয়৷ অনেক মানুষ হস্তমৈথুনের জন্য অপরাধ বোধে ভোগে, কিন্তু বাস্তবে, যে কারনগুলির জন্য এই কাজ সেগুলির জন্যই অনুশোচনা হওয়া উচিত৷

কিছু বাইবেল সম্বন্ধীয় নীতি আছে যেগুলি হস্তমৈথুনের সমস্যার জন্য প্রয়োগ করা যেতে পারে৷ এফেসিয়ানস্ 5:3 ঘোষণা করেছে, “তোমার মধ্যে যৌনমূলক অনৈতিকতার চিহ্ন বা কোনো রকমের অশুচিতা থাকা উচিত নয়৷” কিভাবে হস্তমৈথুন সেই পরীক্ষাতে উত্তীর্ণ হয় তা দেখা কঠিণ৷ বাইবেল আমাদের শেখায়, “তুমি খাও বা পান কর বা আর যাই কর না কেন, তা করা উচিত ঈশ্বরের করুণা লাভের জন্য” (1 কোরিন্থিয়ান্‍স 10:31)৷ তুমি যদি কিছুর জন্য ঈশ্বরকে মহিমান্বিত করতে না পার তবে তা করা উচিত নয়৷ একজন ব্যক্তি যদি সম্পূ্র্ণভাবে নিশ্চিত না হয় যে কোনো কাজ ঈশ্বরকে খুশী করছে কিনা তবে সেটাই পাপ : “যা কিছু বিশ্বাস থেকে আসে না তাই পাপ” (রোমানস্ 14:23)৷ আবার, আমাদের মনে রাখতে হবে যে আমাদের দেহ ঈশ্বরের সম্পদ৷ “তুমি কি জান না যে তোমার দেহ হল পবিত্র আত্মার মন্দিরের মত, যিনি তোমার মধ্যে অবস্থান করেন, যাঁকে তুমি ঈশ্বরের কাছ থেকে পেয়েছ? তুমি তোমার নিজের নও; তোমার সৃষ্টির জন্য মূল্য দেওয়া হয়েছে৷ তাই ঈশ্বরকে তোমার দেহের দ্বারা সম্মান কর” (1 কোরিন্থিয়ান্‍স 6:19-20)৷ এই মহান সত্যের একটি বাহক হল যে আমরা আমাদের দেহ দিয়ে কি করি৷ এই নীতিগুলির আলোতে, এই উপসংহারে পৌঁছানো যায় যে, বাইবেল অনুযায়ী হস্তমৈথুন হল পাপ৷ স্পষ্টভাবে, হস্তমৈথুন ঈশ্বরকে মহিমান্বিত করে না; এটি অনৈতিকতার উপস্থিতিকে পরিত্যাগ করে না, এমনকি এটি আমাদের দেহের ওপর ঈশ্বরের অধিকারকে স্থাপন করে না৷

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

নারী পুরুষের কামলিলা দুনিয়া

বাৎসায়ন কামসূত্র

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More