Friday, June 17, 2011

বাইবেলে সমকামীতার বিষয়ে কি বলা আছে ? সমকামীতা কি পাপ?

প্রশ্ন: বাইবেলে সমকামীতার বিষয়ে কি বলা আছে ? সমকামীতা কি পাপ?

উত্তর: 
বাইবেল আমাদের দৃঢ়ভাবে বলে যে সমকামীতা পাপ (জেনেসিস্ 19:1-13; লেভিটিকাস্ 18:22; রোমান্‍স 1:26-27; 1 কোরিন্থিয়ান্‍স 6:9)৷ রোমান্‍স 1:26-27 নির্দিষ্টভাবে আমাদের শেখায় যে সমকামীতা হল ঈশ্বরকে অমান্য এবং অস্বীকার করার ফল৷ মানুষ যখন পাপ এবং অবিশ্বাসের পথে চলে তখন ঈশ্বর “আরো সুযোগ দেন” তাদের দুর্নীতিপরায়ণ ও কলুসিত হতে কারণ তার মাধ্যমেই মানুষ বুঝতে পারবে যে ঈশ্বরকে ছাড়া যে জীবন তা কতখানি ব্যর্থ এবং নৈরাশ্যজনক৷ 1 কোরিন্থিয়ান্‍স 6:9 দাবী করে যে যারা সমকামীতা করে সেই “পাপীরা” ঈশ্বরের রাজত্বে প্রবেশের অধিকার পায় না৷



ঈশ্বর কোনো মানুষকে সমকামী করে সৃষ্টি করেননি৷ বাইবেলে বলা আছে যে পাপের কারণের মানুষ পরে সমকামীতে পরিণত হয়েছে (রোমান্‍স 1:24-27) এবং আসলে নিজেদের ইচ্ছার কারণে৷ কোনো কোনো মানুষ যেমন হিংস্রতা এবং পাপের প্রবৃত্তি নিয়েই জন্মগ্রহণ করে তেমনি কোনো মানুষ হয়ত সমকামীতার প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করতে পারে৷ তার জন্য কোনো ব্যক্তি যদি এই পাপ করার ইচ্ছা থেকে এই পথ বেছে নেয় তবে তা সঠিক নয়৷ যদি কোনো ব্যক্তি অতিরিক্ত ক্রোধ/উন্মাদনার প্রবণতা নিয়ে জন্মগ্রহণ করে, তবে সেই সকল আকাঙ্ক্ষা পূরণ করা কি যুক্তিসম্মত? অবশ্যই নয়৷ সমকামীতার ক্ষেত্রেও একই নীতি প্রযোজ্য৷

যদিও, বাইবেল সমকামীতাকে অন্য যে কোনো পাপের চেয়ে “মহত্তর” বলে বর্ণনা করেনি৷ সকল পাপই ঈশ্বরের কাছে অন্যায়৷ সমকামীতাও 1 কোরিন্থিয়ান্‍স 6:9-10-এর তালিকাভুক্ত সেরকম একটি পাপ যা মানুষকে ইশ্বরের রাজত্বে প্রবেশের অধিকার থেকে বঞ্চিত করে৷ বাইবেল অনুযায়ী, একজন ব্যভিচারী, মূর্তি পূজারী, খুনী, চোর ইত্যাদি ব্যক্তি যেভাবে ঈশ্বরের ক্ষমাশীলতার আশীর্ব্বাদ পায় সমকামীও সেইভাবেই পাবে৷ যে সকল ব্যক্তিরা নিজেদের মুক্তির পথ হিসেবে প্রভূ যীশু খ্রীষ্টকেই বিশ্বাস করে তাদের সকলের মত সমকামীদেরও ঈশ্বর পাপের ওপর জয়ের শক্তি অর্জন করার শক্তি প্রদান করেন (1 কোরিন্থিয়ান্‍স 6:11; কোরিন্থিয়ান্‍স 5:17; ফিলিপিয়ান্‍স 4:13)৷

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

নারী পুরুষের কামলিলা দুনিয়া

বাৎসায়ন কামসূত্র

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More