Saturday, June 18, 2011

ঘৃন্য সমকামী যৌনতা ও ভারতীয় দর্শন



যৌনতা, 

ভারতীয় পুরান, সনাতন দর্শনে যৌনতাকে কখনও অনেক উপরে রাখা হয়েছে। কথা দ্ধারা যৌনতার প্রয়োজনীয়তাকে বুঝানো হয়েছে। আবার অনেক সাধু পুরুষ যৌনতাকে ঘৃনার চোখে দেখেছেন। যৌনতাকে করেছেন বারন। তাই ভারতীয় সমাজে যৌনতাকে কখন ও কর্তব্য কখনো ঘৃন্য কাজ বলে রুপ পাল্টে পাল্টে এসেছে। একেবারে অধুনা মহাপুরুষ শ্রীরামকৃঞ্চ বলেছেন হিন্দু দর্শন থেকে, পুরোপুরি যৌনক্ষমতা সম্পন্ন একজন যদি এক যুগ যৌন কাজ না করে তাহলে তাহার শরীরে বিশেষ শক্তির উদয় হয়। 

বৈঞ্চব ধর্মের প্রচারক শ্রীচৈতন্য (মহাপ্রভু নিমাই), বৌদ্ধ ধর্মের প্রচারক গৌতম বুদ্ধরা আসক্তি হীন দর্শন প্রচার করেছিলেন। ওদের দর্শনে যৌনতাকে পুরোপুরি ত্যাগের কথা বলা হয়েছে। তাই একটু আগেই বলেছিলাম ভারতীয় উপমহাদেশের দর্শনে যৌনতাকে কখনো ঘৃন্য কখনো ও প্রয়োজনীয় বলা হয়েছে। লোকজনের কাছে বার বার এর রুপ পাল্টেছে।

এমন ও হয়েছে যে এক রাজা লোকজনকে যৌন কাজে উৎসুক করার জন্য মন্দিরের গায়ে রাজ্যের গুরুত্বপূর্ন শ্হাপনার দেয়ালে দেয়ালে সঙ্গমরত নারী-পুরুষের মূর্তি তৈরি করে রেখেছিলেন। ঐসব সঙ্গমরত নারী-পুরুষের মূর্তি দেখলে এখনখার ইন্টারনেট যুগের ছবি বলে মনে হবে। কিন্তু সেতো প্রায় ১০০০ বছর আগেকার মূর্তি। রাজা রাজ্যের গুরুত্বপূর্ন শ্হাপনার দেয়ালে দেয়ালে সঙ্গমরত নারী-পুরুষের মূর্তি তৈরি করে লোকজনকে যৌনকাজে উৎসাহী করতে পেরেছিলেন কিনা সে ইতিহাস কেউ জানে না।

সেই ভারতীয় উপমহাদেশের কোন দেশের আদালত যদি পুরুষ - পুরুষে যৌন কাজ, নারী-নারীতে যৌনকাজকে বৈধ করে দেয়, তাহলে তাকে ঘৃন্য রায় বলতে হয়। 

আজ Delhi High Court এর একটি কমিটি homosexuality কে decriminalises ঘোষনা করল। এতদিন ভারতীয় আইনের Section 377 of the Indian Penal Code এ homosexuality অবৈধ ছিল। এবং এ রুপ মামলায় জড়ালে শাস্তি ছিলো ১০ বছর। উল্লেখ্য ভারতে ২৫লক্ষ সমকামী আছে বলে ধারনা করা হয় । 

১৮৬২ সালে মেক্সিকোতে সমকামীতা বৈধ করা হয়। ১৯৬৭ সালে ইংল্যান্ডে, ২০০৩ সালে ইরাকে, ২০০৯ সালে নরওয়ে ও সুইডেনে সমকামীতাকে বৈধ করে দেয়া হয়। 

আজকের কিছু ছবি (সমকামীতা বৈধ হওয়ার পরে) :

 


 

 

 

 


ভারতে সমকামিতা নিয়ে কিছু সিনেমা নির্মিত হয়েছে, নিচে তা থেকে কয়েকটা ছবি: 

 

Nandita Das and Shabana Azmi দিপা মেহতার ফায়ার ছবিতে।

 

Konkona Sen Sharma .. The President is Coming ছবিতে ।



Divya Dutta ..... Monica ছবিতে

 

Amrita Arora and Eesha Koppikar ... গার্লফ্রেন্ড ছবিতে।




লেখাটির বিষয়বস্তু(ট্যাগ/কি-ওয়ার্ড): homosexualityhomosexuality in bangladeshhomosexualhomosexuality in India ;
সর্বশেষ এডিট : ০৩ রা নভেম্বর, ২০১০ রাত ১০:২৯

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

নারী পুরুষের কামলিলা দুনিয়া

বাৎসায়ন কামসূত্র

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More