Monday, June 27, 2011

যৌনতা নাকি গালাগালি, আমরা কাকে অশ্লীল বলব?


যৌনতা মানুষ ও জীবজগতের স্বাভাবিক একটি স্বভাব। আমাদের পূর্ব-পুরুষদের সফল যৌনতার ফসল আমরা। তাহলে যৌনতা কিভাবে অশ্লীল হয়?

যৌনতা নিজে কখনই অশ্লীল নয়। বিশ্ব সাহিত্বের কথা বাদই দিলাম আমাদের বাংলা সাহিত্যের একটি বড় অংশই যৌনতা পূর্ন। আমাদের রক্তে মিশে থাকা বাংলা গান গুলোও কি কম যায়? "নিশীথে যাইও ফুল বনে" কিংবা "কোলেতে বসাইয়া তোরে করিতাম আদর"।

গালি-গালাজ আমাদের বাংলা ভাষার একটি অবিচ্ছেদ্দ্য অংশ। গ্রামের বেশীরভাগ সাধারন জনগোষ্ঠী গালা-গালিতে অত্যন্ত দক্ষ। এবং এই কাজটি তারা সার্বক্ষনিকই করে থাকেন। নয়া পাশ্চাত্যমূখী শহুরে তরুন সমাজ মুখেও শিট-ফাকিং আর অ্যাসহোলের তুবড়ী। হারামজাদার স্হান দখল করতে চাইছে বাস্টার্ড। এছাড়া ঢাকার বিপুল বস্তিবাসীদের কথা বাদই দিলাম। তাহলে গালি কিভাবে অশ্লীলের আওতায় পড়ে?

আর যদি নাই পড়ে তাহলে অশ্লীল কি? অশ্লীল তাই যা শ্লীল নয়। যেমন এক মেয়ে তার প্রেমিকের সাথে যৌন মিলনে লিপ্ত হল। কিন্তু ওই প্রেমিক প্রবর মিলনের ভিডিও সিডিতে বাজারজাত করল। তাহলে কি ওই মিলন কে আমরা অশ্লীল বলব? না অশ্লীল হল তা যা ওই ছেলেটি করল। পত্রিকার সিনেমা পাতার নায়িকার ছবি অশ্লীল নয়। কিন্তু স্বাস্হ্য পাতার অকারনে অর্ধউলঙ্গ বিদেশীনির ছবি ছাপানো অশ্লীল। 

যে মেয়ে অভাবে কিংবা পরিস্থিতির শিকারে আজ যৌনকর্মী সে অশ্লীল নয়। যারা তার সাথে রাতেরবেলায় সঙ্গমে লিপ্ত হয়ে দিনে তাকে মাগী ডাকে, ঘৃনা করে তারাই অশ্লীল।

নিয়মিত যে দেশে প্রতিদিন অনাহারে থাকে হাজার হাজার আদম সন্তান সে দেশে সরকারী কর্মকর্তাদের জন্য সরকারী পাজেরো গাড়ী আমদানীর পরিকল্পনা অশ্লীল।

যে দেশে নবজাতক জন্মায় হাজার টাকার ঋন মাথায় নিয়ে সেই দেশের মিগ বিমান কেনা আর কোটি কোটি টাকার সামরিক বাজেট অশ্লীল। 

যেখানে বেশীরভাগ মানুষ শিক্ষা থেকে বন্চিত যেখানে বেসামরিক ও সামরিক অমেধাবী নেতাদের সন্তানদের বিদেশী ডিগ্রী লাভের আশায় বিদেশ গমন অশ্লীল।

আর আমাদের ব্লগের কথা বললে অশ্লীলঃ
১। রেটিং পাবার আশায় নারী সংবলিত ছবি (যা নিজের নয়) দিয়ে পোষ্ট দেয়া, 
২। বার বার অকারনে নিজের তস্য পুরানো গন্ধ যুক্ত পোষ্টে কমেন্ট করে পুনর্জীবিত করার বৃথা চেষ্টা করা, 
৩। নারী নিকের আশে পাশে অনবরত লোল ফেলা।
 সামহোয়ার ইন ব্লগ

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

নারী পুরুষের কামলিলা দুনিয়া

বাৎসায়ন কামসূত্র

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More