Tuesday, September 27, 2011

হরমোন রিপ্লেসমেন্ট থেরাপি

মেনোপজ পরবর্তীকালে একজন নারী পিল, প্যাচেজ অথবা ক্রিম ব্যবহার করতে পারেন তাদের পেরিমেনোপজ এবং আফটার মেনোপজের সময়ে শেষ হয়ে যাওয়া এস্ট্রোজেন এবং অন্যান্য হরমোনকে পূর্বাবস্থায় ফিরিয়ে আনার জন্য চেষ্টা করতে পারেন।
এস্ট্রোজেন হটফ্লাসকে লাঘব করে, ত্বকের অবস্থাকে ভালো রাখে, যোনির দেয়ালকে পুরু রাখে এবং যোনির পিচ্ছিলতাকে বৃদ্ধি করে। এটা নারীর যৌনতার মনোযোগ ও প্রতিক্রিয়া রক্ষা করতে সাহায্য করতে পারে। প্রাথমিকভাবে এটাকে ব্যবহার করা হয় কার্ডিওভাসকুলার ডিজিজ (হার্টের রোগ) এবং ওস্টিওপেরোসিস, ক্যালসিয়ামের অভাবের জন্য হাড় দুর্বল হয়ে যাওয়া রোগ থেকে রক্ষা করার জন্য।
প্রোজেস্টিন প্রায়ই হরমোন রিপ্লেসমেন্ট থেরাপির কাজে ব্যবহার করা হয়। এর দ্বারা যোনির ও জরায়ুর মধ্যস্থিত লাইনিংগুলোর অতিবৃদ্ধিকে কমিয়ে আনা হয়, যেগুলো এস্ট্রোজেন দ্বারা তৈরি হতে পারে। যৌন ইচ্ছাকে বাড়ানোর জন্যও টেস্টোস্টেরন ব্যবহার করা যেতে পারে। যেসব নারী এস্ট্রোজেন ব্যবহার করে তাদের এন্ড্রোমেট্রিক্যাল ক্যান্সার হওয়ার সম্ভাবনা অধিক হয়ে থাকে, যদি তারা তাদের HRT-তে একটা প্রোস্টোজেন যোগ না করে।
HRT ব্যবহার করতে হবে কি না তা ঠিক করার জন্য প্রত্যেকটি নারীকে আলাদাভাবে সিদ্ধান্ত নিতে হবে তাদের স্বাস্থ্য চিকিৎসা সহকারীর পরামর্শ অনুযায়ী।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

নারী পুরুষের কামলিলা দুনিয়া

বাৎসায়ন কামসূত্র

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More