Tuesday, September 27, 2011

যৌনতা ও ভালোবাসা

অধ্যাপক ডা. এ এইচ মোহামমদ ফিরোজ
এমবিবিএস এফসিপিএস এমআরসিপি এফআরসিপি
E-mail : professorfiroz@yahoo.com
অনেক সময় আমাদের যৌনতার আন্তরিক সম্পর্কের ক্ষেত্রে আমাদের সঙ্গীদের জন্য এতটা যত্নবান হই যতটা আমরা নিজেদের প্রতি যত্ন নিয়ে থাকি। এটাকে বলা হয় পারসপরিক সম্পর্ক। এর অর্থ হচ্ছে যে, আমরা আত্মত্যাগ ও সমঝোতা করতে ইচ্ছুক। অনেক সময় আমরা অনুভব করি যে, আমরা যে আত্মত্যাগ ও সমঝোতা করতে যাচ্ছি তা আমাদের পিতা-মাতার পছন্দনীয় নয়। এটা অনেকটা বেশি করে আমাদের যৌনখেলা ও আন্তরিক সম্পর্কের ক্ষেত্রে প্রভাব ফেলতে পারে।
এসব সমস্যার ক্ষেত্রে সবসময়ই খোলাখুলি আলাপ-আলোচনা জরুরি। এটা আলোচনা করতে হবে যে, আমরা কী পছন্দ করি ও কী আশা করি। এটাতে আমরা যে সমঝোতা ও ত্যাগ স্বীকার করি তাকে যত্নসহকারে মূল্যায়ন করে এবং হিসাব করতে চেষ্টা করে যে তারা কী কাজে আসতে পারে এবং সময়ের সাথে তারা আত্মীয়তার ক্ষেত্রে কী অর্থ বয়ে আনতে পারে। একটি সম্পর্কের মধ্যে আন্তরিকতা ওঠা-নামা করতে পারে। আমাদের প্রত্যেকেরই উত্থান-পতন রয়েছে। আন্তরিকতার প্রকৃতি ও গুণাগুণ আমাদের আত্মীয়তার মধ্যে প্রত্যেকটি উত্থান ও প্রত্যেকটি পতনের সাথে পরিবর্তিত হয়। এটা হচ্ছে আমাদের আত্মীয়তার মধ্যের সেই আবেগী আন্তরিকতা যা আমাদের সাবালকত্নের সময়ে ভিন্নতর হয়ে থাকে বয়ঃসকিালের চেয়ে। এর দ্বারা আমাদের যৌন আনন্দকে পারসপরিক ভাগাভাগি করে নেয়া সম্ভব হয়।
পারসপরিকতা হচ্ছে রোমাঞ্চকর ভালোবাসার একটি দিক। রোমাঞ্চকর ভালোবাসা হচ্ছে দুটি মানুষের মধ্যে পছন্দ, যৌন আকর্ষণ এবং গভীর আবেগী মিথস্ক্রিয়ার সমন্বয়। দুই প্রকারের রোমাঞ্চকর ভালোবাসা আছে। উৎসাহী প্রগাঢ় ভালোবাসা হচ্ছে অনুভূতির শক্তিশালী সমন্বয়। অনেক সময় এটা বিভ্রান্তিকরও হতে পারে।
কারণ এটা একই সাথে একত্রিত করতে পারে-আন্তরিকতা, যৌন ইচ্ছা, উল্লাস-আনন্দ, যন্ত্রণা, দুশ্চিন্তা, আরাম, পরার্থবাদ এবং ঈর্ষাকে।
প্যাশনেট লাভ বা উৎসাহী প্রগাঢ় ভালোবাসা ঘটে থাকে প্রায়ই রোমান্টিক লাভের শুরুতে। যেমনি সময় অতিবাহিত হতে থাকে তা আস্তে আস্তে শান্ত হয়ে বা ‘সহসঙ্গীর ভালোবাসায়’ পরিণত হয়। কম্পানিওনেট লাভ প্যাশনেট লাভের চেয়ে অনেকটা কম আবেগীভাবে প্রগাঢ় হয়ে থাকে। এর সাথে যৌন সম্পর্ক জড়িত আছে। কিন্তু বুত্বের আন্তরিকতায় তা মধ্যম পন্থার হয়ে দাঁড়ায় এবং প্রতিশ্রুত আবেগী কাজকর্মের দ্বারা গভীর হয়।
ব্যক্তি হিসেবে আমরা অন্যের প্রতি সব ধরনের ভালোবাসা উপলব্ধি করতে সক্ষম। অনেক সময় বুত্বের মধ্য দিয়ে ভালোবাসা হয়ে যায়। অন্যান্য সময়ে আমাদের জীবনে নতুন মানুষের সাথে ভালোবাসার বন হয়ে যায়। অনেকের আবার প্রথম দর্শনেই ভালোবাসা হয়ে যায়। এমন সময় আসতে পারে যখন মনে হয় আমরা ভালোবাসায় পড়েছি, আসলে কিন্তু তা নয়। আমরা কারো সাথে বা কারো দ্বারা বিমুগ্ধ হতে পারি। বিমুগ্ধ হওয়া হচ্ছে এক ধরনের শক্তিশালী যৌন আকর্ষণ কারো কারো জন্য। এটা নির্ভর করে কারো (স্ত্রী বা পুরুষের) আদর্শের ভালোবাসার মানচিত্রে একই রকমের হওয়ার ওপর। ইনফ্যাটুয়েশন হচ্ছে খুবই সাধারণ ঘটনা এবং এটা স্বাস্থ্যকর। এটা বুঝতে আমাদের বেশি সময় লাগে না যে, আমরা প্রকৃতপক্ষে বিমুগ্ধ হয়েছি এবং ভালোবাসায় পড়িনি। বিমুগ্ধকরণটা অনেক সময় শেষ হয়ে যায় যখন আমরা লোকটিকে জানতে পারি এবং বুঝতে পারি যে আমরা তার বাহ্যিক গুণাবলী দেখে আকর্ষণবোধ করেছিলাম, তার ভেতরের প্রকৃত বস্তু অবলোকন করে নয়। এমন একটি infatuation বা বিমুগ্ধভাব যা এতই শক্তিশালী যে তাকে আমরা মনের মধ্য থেকে বের করতে পারি না, তাকে বলা হয় Limerance বা চূড়ান্তসীমা।
ঈর্ষা হচ্ছে আর এক ধরনের আবেগ অনেক সময় যা হয়ে ওঠে আমাদের রোমান্টিক ভালোবাসার অংশবিশেষ। ঈর্ষা তখনই ঘটে যখন আমরা বিশ্বাস করি যে, অন্য আরো কেউ আমাদের সঙ্গীর ভালোবাসায় ভাগ বসাচ্ছে। আমরা সকলেই জীবনের কোনো না কোনো সময়ে আমাদের ভালোবাসাকে হারানোর ভয়ে থাকি। এই চিন্তা যে, আমার ভালোবাসা, অন্য কারো ভালোবাসায় আগ্রহ দেখাতে পারে, এর কারণে আমাদের দুশ্চিন্তা ও রাগের উদ্রেক হতে পারে। এর দ্বারা আমাদের আত্মসমমানবোধকে নিচে নামিয়ে নিতে পারে। সংবাদ আদান-প্রদান এবং সরলতাই হচ্ছে ঈর্ষার হাত থেকে বাঁচার সর্বোৎকৃষ্ট উপায়। আমাদের সকলের জন্য এটা মনে রাখা একান্ত প্রয়োজন যে, আমাদের জীবনে আমরা একসাথে অনেক লোকের জন্য যত্নবান হতে সামর্থ্যবান।
একটি ভালো, স্বাস্থ্যকর, দীর্ঘস্থায়ী সম্পর্কের জন্য উভয় সঙ্গীর পক্ষ থেকে কাজ করা প্রয়োজন। আমরা যদি বসে বসে ভাবি যে নিজে থেকেই এটা হয়ে যাবে, তাতে চলবে না। সংবাদ আদান-প্রদান এবং সাধুতাই হচ্ছে স্বাস্থ্যকর সম্পর্কের দুটি উপাদান, কিন্তু তারা দীর্ঘস্থায়ী হতে পারে। পরবর্তী পৃষ্ঠায় কয়েকটি সাহায্যকারী উপদেশ দেয়া হয়েছে যা সম্পর্ককে শক্তিশালী করতে পারে। তাদেরকে খুব সহজ মনে হতে পারে, কিন্তু প্রায়ই দেখা যায় যে, আমরা সহজ জিনিসটাই ভুলে যাই।
যখন আমরা সম্পর্ক গড়ে তুলি তখন একের পর এক সিদ্ধান্ত তৈরি করি। এই সিদ্ধান্তসমূহের মধ্যে থাকে জন্মনিরোধক ব্যবহারের কথা, প্রতিশ্রুতির কথা এবং বাসস্থানের ব্যবস্থার কথা। বয়স্ক মানুষ হিসেবে আমাদের যৌনতা, যৌনশিক্ষার ও যৌন স্বাস্থ্যের ব্যাপারে ধারাবাহিকভাবে শিক্ষিত করে তুলতে হবে। এটা আমাদের জন্য করে দেওয়ার আশায় পরিবার ও বুদের দিকে চেয়ে থাকতে পারি না।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

নারী পুরুষের কামলিলা দুনিয়া

বাৎসায়ন কামসূত্র

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More