Thursday, August 29, 2013

বন্ধুকে লিঙ্গ দান!

চট্টগ্রাম : মানুষ তার পরম বন্ধুর জন্য চক্ষুদান, কিডনিদান করে। কিন্তু সন্ত্রাসীদের হাতে পৌরুষ হারানো বন্ধুকে নিজের গোপন অঙ্গ (লিঙ্গ) দান করতে যাওয়ার ঘটনা কে কবে শুনেছে! এই নজিরবিহীন ঘটনাই ঘটেছে গতকাল মঙ্গলবার চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের (চমেক) ক্যাজুয়ালটি ওয়ার্ডে।

চিকিৎসক ও দুই পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, সোমবার বিকেলে পতেঙ্গা সমুদ্রসৈকতের বেড়িবাঁধের স্লুইসগেট এলাকায় বেড়াতে যান ইমরান উদ্দিন (২০)। তিনি বেপজা স্কুল অ্যান্ড কলেজ থেকে এবার এইচএসসি পরীক্ষায় পাস করেছেন। বাড়ি পতেঙ্গার কাঠগড় মুসলিমাবাদ এলাকায়। বেড়াতে যাওয়ার পর তিন যুবকের সঙ্গে তাঁর কথাকাটাকাটির এক পর্যায়ে তাঁকে মারধর করা হলে তিনি অজ্ঞান হয়ে পড়েন। জ্ঞান ফিরে পাওয়ার পর দেখেন, তাঁর পুরুষাঙ্গ কেটে ফেলা হয়েছে।

খবর পেয়ে তাঁর বন্ধু সালাহউদ্দিন আহত ইমরানকে একটি সিএনজি অটোরিকশায় করে সেখান থেকে প্রথমে বেসরকারি একটি হাসপাতালে নিয়ে যান এবং পরে সন্ধ্যা ৬টায় চমেক হাসপাতালের ক্যাজুয়ালটি ওয়ার্ডে তাঁকে ভর্তি করা হয়। অঙ্গহানির কারণে শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হলে ইমরানকে রাতে দুই ব্যাগ রক্ত দেওয়া হয়। তখনো ইমরানের সঙ্গে ছিলেন বন্ধু সালাহউদ্দিন। তিনি ঘটনাটি পরিবারের সবাইকে জানালে তারা মেডিক্যালে ছুটে আসে।

ইমরানের আহাজারি দেখে সালাহউদ্দিন কর্তব্যরত চিকিৎসকদের কাছে তাঁর পুরুষাঙ্গ বন্ধুকে দান করার আগ্রহ প্রকাশ করেন। সংশ্লিষ্ট চিকিৎসক ও ইমরানের পরিবারের সবাই এ সময় সালাহউদ্দিনকে বোঝানোর চেষ্টা করে বলেন, মানুষ মানুষকে সব কিছু দান করতে পারে, কিন্তু এটা করা যায় না। এক পর্যায়ে সোমবার রাত সাড়ে ১১টার দিকে সালাহউদ্দিনকে বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়।

কিন্তু গতকাল মঙ্গলবার সকালে সালাহউদ্দিন আবার মেডিক্যালে ছুটে এসে ক্যাজুয়ালটি ওয়ার্ডের পাশের বাথরুমে ঢুকে নিজের পুরুষাঙ্গ কেটে ফেলেন এবং সেটা নিয়ে এসে বন্ধুকে দান করার কথা চিকিৎসকদের বললে সঙ্গে সঙ্গে তাঁকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়।

এ সম্পর্কে ওয়ার্ডের ইনডোর মেডিক্যাল অফিসার ডা. মাহমুদুল ইসলাম রোমেল বলেন, কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে সালাহউদ্দিনের অঙ্গটি জোড়া লাগিয়ে দেওয়া হয়েছে। ২০-২৫টি সেলাই দিতে প্রায় দেড় ঘণ্টা লেগেছে। তবে রক্তক্ষরণ বন্ধ হলেও জোড়া লাগার সম্ভাবনা নেই। আমরা প্রস্রাবের জন্য বিকল্প রাস্তা করে দিয়েছি। 

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

নারী পুরুষের কামলিলা দুনিয়া

বাৎসায়ন কামসূত্র

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More