Wednesday, March 28, 2012

যৌন-রোগ এবং যৌন-বিকৃতিঃ পেডোফিলিয়া(Pedophilia)

পেডোফিলিয়া কি?
পূর্ন বয়স্ক ব্যাক্তিরা যখন শিশুদের উপর যৌন-ক্রিয়া করে , তাকে পেডোফিলিয়া বলে, বা সংক্ষেপে “পেডোফিল” ও বলা হয়। এটা এক ধরনের বাধ্যতামূলক যৌন বিকৃতি।এই সব ব্যাক্তিরা শিশুদের দেখে তীব্র যৌন-উত্তেজনা বোধ করে। ফলে,তারা সুযোগ বুঝে শিশুদের উপর যৌন-ক্রিয়া করে। এই রোগ পুরুষদের মধ্যেই বেশী দেখা যায়। বিশেষ করে চল্লিশোর্ধ পুরুষদের মধ্যেই এদের সংখা বেশী। মেয়েদের মধ্যেও এই সমস্যা দেখা যায় , তবে খুব কম। কিংবা মানুষ জানতেই পারে না,বা ধরা পড়ে না।
কারনঃ

মনস্তাত্বিক কারনেই এই ধরনের যৌন বিকৃতি সৃষ্টি হয়।যেমনঃ যৌনদূর্বলতা,নিরাপত্তাহীনতা,সামাজিক সম্পর্ক গড়ে তুলতে ব্যার্থতা এবং আগ্রাসন-মূলক (Agression) মনোভাবের প্রকাশ হিসাবেও ব্যাক্তি-বিশেষ এই ধরনের অবৈধ যৌনকর্মে অংশ গ্রহন করে থাকে।
চিকিৎসাঃ
যৌন বিকৃত ব্যাক্তি যদি স্বক্রীয় ভাবে এই সব মনস্তাত্বিক বাধা দূর করতে সমর্থ হয়, তাহলে তার সমস্যাও দূর হতে পারে। রোগী যদি নিজে নিজে এই সমস্যার সমাধান করতে না পারে, তা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
দেশের সবগুলো সরকারী মেডিকেল কলেজ হাসপাতালে মনোরোগ বিশেষজ্ঞ আছেন। এ ছাড়ারা ও পাবনা মানসিক হাসপাতাল, বি এস এম এম ইউ (পিজি হাসপাতাল) ও জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটে উন্নতমানের চিকিৎসা সেবা দেয়া হয়।

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

নারী পুরুষের কামলিলা দুনিয়া

বাৎসায়ন কামসূত্র

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More