Sunday, July 24, 2011

যৌনতা কেনা পুরুষরা বেশি অপরাধপ্রবণ

বোস্টন, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/রয়টার্স)- যৌনতার পেছনে যেসব পুরুষ অর্থ ব্যয় করে তারা বেশি অপরাধপ্রবণ। অন্যরা, যারা যৌনতা কেনে না তাদের চেয়ে এইসব পুরুষরা নারীর প্রতি সহিংসতাসহ বিভিন্ন ধরনের অপরাধ করে বেশি।

যুক্তরাষ্ট্রের বোস্টনে পরিচালিত এক গবেষণায় এ তথ্য পাওয়া গেছে। ২০২ জনের ওপর পরিচালিত এ গবেষণার ফল চলতি সপ্তাহে প্রকাশ করা হয়েছে।

'প্রস্টিটিউশন রিসার্চ এন্ড এডুকেশন' গবেষণাটি পরিচালনা করেছে। গবেষণার নেতৃত্ব দিয়েছেন চিকিৎসা মনোবিজ্ঞানী ও যৌন ব্যবসা-বিরোধী কর্মী মেলিসা ফারলি।

গবেষণায় স্বেচ্ছায় অংশগ্রহণকারীদের মধ্যে যারা অর্থ দিয়ে যৌনতা কেনে এবং যারা যৌনতা কেনে না তাদের বয়স, শিক্ষা, জাতিগত পরিচয়ের ভিত্তিতে জোড়ায় জোড়ায় ভাগ করা হয়। এরপর নারী সম্পর্কে তাদের অভিমতের তুলনা করা হয়।

অংশগ্রহণকারীদের প্রায় অর্ধেক যৌনতার পেছনে অর্থ ব্যয় করে। আর বাকী অর্ধেক করে না।

এতে দেখা গেছে, যৌনতার পেছনে অর্থ ব্যয়কারী পুরুষরা নারীর প্রতি সহিংসতা, খারাপ আচরণ, নেশা জাতীয় দ্রব্যের ব্যবহার, সহিংস আক্রমণ, অস্ত্রের ব্যবহারসহ নানা ধরনের অপরাধ বেশি করে।

এছাড়া, নারীদের প্রতি আচরণ এবং অভিমতের ক্ষেত্রেও দুই গ্রুপের পুরুষের মধ্যে পার্থক্য পরিলক্ষিত হয়েছে।

দেখা গেছে, পতিতাদের প্রতি যৌনতা কেনা পুরুষদের সহানুভূতি যৌনতা না কেনা পুরুষদের চেয়ে অনেক কম।

আর নারীর প্রতি অভিমতের ক্ষেত্রে যৌনতা না কেনা পুরুষরা মনে করে, নারীদেরকে প্রলোভন দেখিয়ে, ছলচাতুরি করে কিংবা পাচার করে পতিতাবৃত্তিতে নামানো হয়।

অন্যদিকে, যৌনতা কেনা পুরুষরা মনে করে, পতিতাবৃত্তিতে নিয়োজিত নারীরা আদতেই ভালো মেয়ে নয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

0 মন্তব্য(সমূহ):

Post a Comment

নারী পুরুষের কামলিলা দুনিয়া

বাৎসায়ন কামসূত্র

Twitter Delicious Facebook Digg Stumbleupon Favorites More